• ০০। Cl3CNO2 হচ্ছে–
    • ক) ফসজিন গ্যাস
    • খ) মাস্টার্ড গ্যাস
    • গ) লাফিং গ্যাস
    • ঘ) টিয়ার গ্যাস
  • ০১। FeSO4.7H2O হল–
    • ক) মিহির এর লবণ
    • খ) ইপসম লবণ
    • গ) সবুজ গন্ধক
    • ঘ) নীল গন্ধক
  • ০২। H+আয়ন দ্রবনের ঘনমাত্রা ঋনাত্নক লগারিদমকে কি বলে?
    • ক) PH
    • খ) PF
    • গ) Acid
    • ঘ) Base
  • ০৩। IIA উপশ্রেণীর মৌলসমূহের হাইড্রোক্সাইডসমূহ কেমন?
    • ক) অম্লধর্মী
    • খ) ক্ষারধর্মী
    • গ) নিরপেক্ষ
    • ঘ) উভধর্মী
  • ০৪। MnO4 আয়নের মধ্য Mn এর জারণ সংখ্যা হল–
    • ক) +৫
    • খ) +৬
    • গ) +৭
    • ঘ) -৭
  • ০৫। Paint এবং Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়?
    • ক) এলকোহল
    • খ) পেট্রোল
    • গ) পানি
    • ঘ) তারপিন
  • ০৬। PH এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ পরিমাপ করা হয়?
    • ক) ম্যাগনেশিযাম
    • খ) হাইড্রোজেন
    • গ) ক্যালশিয়াম
    • ঘ) উপরের উল্লিখিত কোনটিই নয়
  • ০৭। PH স্কেলের বিস্তৃতি কত
    • ক) ৭-১০০
    • খ) ৬-১২
    • গ) ০-৭
    • ঘ) ০-১৪
  • ০৮। Soda–lime is–
    • ক) NaOH.2H2O
    • খ) NaOH.CaO
    • গ) NaOH.NaO
    • ঘ) CaO.NaO
  • ০৯। The colour of Pb3O4–
    • ক) Yellow
    • খ) White
    • গ) Black
    • ঘ) Red
  • ১০। The type formula for aromatic series is
    • ক) CnH2n-2
    • খ) CnH2n+2
    • গ) CnH2n-6
    • ঘ) None
  • ১১। Water hardness is mainly due to the presence of the following in water
    • ক) Iron
    • খ) Aluminium nitrates
    • গ) Manganese
    • ঘ) Calsium & Magnesium salt
  • ১২। [Fe(CN)6]-4 এ Fe-এর জারণ সংখ্যা কত?
    • ক) +6
    • খ) +5
    • গ) -4
    • ঘ) +2
  • ১৩। ___ ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী, তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
    • ক) আলফ্রেড বার্নাড নোবেল
    • খ) জন ডাল্টন
    • গ) রুডলফ ডিজেল
    • ঘ) হেনরি ক্যাভেন্ডিস
  • ১৪। অক্সালিক এসিড পাওয়া যায়–
    • ক) আমলকিতে
    • খ) তেতুলে
    • গ) বাধাকপিতে
    • ঘ) লেবুতে
  • ১৫। অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা–
    • ক) ২৫০০°-৩০০০° সে
    • খ) ৩০০০°-৩৫০০° সে.
    • গ) ২০০০°-২৫০০° সে
    • ঘ) ১০০০°-১৫০০° সে.
  • ১৬। অক্সিজেনের আণবিক ভর কত?
    • ক) ১৬
    • খ) ১৬ গ্রাম
    • গ) ৩২
    • ঘ) ৩২ গ্রাম
  • ১৭। অক্সিজেনের পারমাণবিক ওজন–
    • ক) ১২
    • খ) ১৪
    • গ) ১৬
    • ঘ) ১৮
  • ১৮। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে–
    • ক) তরল অ্যামোনিয়া
    • খ) অক্সিজেন তরল আকারে
    • গ) তরল নাইট্রোজেন
    • ঘ) তরল কার্বন ডাই অক্সাইড
  • ১৯। অ্যামোনিয়াম সালফেট কি?
    • ক) একটি লবণ
    • খ) একটি ক্ষার
    • গ) একটি মিশ্রণ
    • ঘ) একটি এসিড